মিয়ানমারে ভেসে এল রহস্যময় বিশাল জাহাজ

মিয়ানমারে রহস্যজনকভাবে ভেসে এসেছে এক বিশাল খালি জাহাজ। এর দৈর্ঘ্য ৫৮০ ফুট। মরচে ধরা। অনেকটাই জরাজীর্ণ।

কন্টেইনারবাহী বিশাল এই জাহাজের নাম ‘স্যাম রাতুলাঙ্গি পিবি ১৬০০’।
মিয়ানমার টাইমসের খবরে জানানো হয়, চলতি সপ্তাহে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুনের শহরতলি থংওয়ার উপকূলে ভেসে আসে জাহাজটি। তবে এটি জনমানবশূন্য। নেই কোনো নাবিক, না আছে পণ্য।

Post a Comment

Previous Post Next Post